ঢাকা

পানাম নগর (Panam Nagar) যা যা দেখবেন এবং ভ্রমণের বিস্তারিত।

পানাম নগর (Panam Nagar) একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। এবং এই শহরটি ঢাকার খুব কাছে  অবস্থিত যা ঢাকার দক্ষিণ পূর্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে। জানা যায় যে এটি বিশ্বের ১০০টির বেশি ধ্বংসপ্রায়  ঐতিহাসিক শহরের একটি। এই প্রাচীন সোনার গাঁওয়ের অন্যতম একটি নগর ছিল (One of these ancient golden villages was a city)।

এটি বড় নগর, খাস নগর এবং পানাম নগর , এই তিন নগরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল এই পানাম নগর (Panam Nagar)। এবং বাংলার বার ভূইয়াদের ইতিহাস এই পানাম নগরের সাথে জড়িয়ে আছে। এই নগরে রয়েছে কয়েক শতাব্দীর পুরনো অনেক ভবন।

যা রাস্তায় দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে একতলা দোতলা বিশিষ্ট লাল ইটের ভবন গুলো। এবং জানা যায় যে সোনারগাঁওয়ে ২০ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে উঠেছে। এই পানাম নগরের ইতিহাসের সাক্ষী (A witness to history) হবার জন্য বহু পর্যটক দূর দুরান্ত থেকে ভ্রমণের জন্য ছুটে আসে।

এবং এখানকার সৌন্দর্য ও ইতিহাসিক স্থান প্রতিনিয়ত দেশি-বিদেশি পর্যটকদের মুগ্ধ করে থাকে। এবং সামনে যত দিন যাচ্ছে ততই ভ্রমণ ব্যাপী মানুষদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে এই নগরের আশেপাশের স্থানগুলো। যা হলো ঈশা খার, তোরন, নীলকুঠি, ঠাকুর বাড়ি, বণিক বসতি, সরদার বাড়ি এবং পানাম নগরের সেতু।

যা পর্যটকদের মুগ্ধ করে থাকে। এবং পানাম নগরের (Panam Nagar) টিকে থাকা উল্লেখযোগ্য মোট ৫২ টি বাড়ি গুলো দিয়ে পর্যটকদের মূল আকর্ষণ। এবংপানাম নগরের ভবন নির্মাণ শিল্প দৃষ্টি নন্দন। যা প্রায় ৪০০ বছর আগে এই পানাম নগরের স্থাপনার কাজ শুরু করা হয়েছিল।

প্রদত্ত ব্যবসায়ী এবং জমিদাররা বসবাস করত এই নগরীতে। এবং বাংলার তাঁতি ব্যবসায়ীদের মূল ব্যবসায়র কেন্দ্রী স্থান ছিল এই নগরী। এখানে রাস্তায় দুই পাশে গড়ে ওঠা অট্টালিকা ও মসজিদ, মন্দির, মঠ, ঠাকুর ঘর, গোসল খানা, মাছ ঘর, প্রশস্ত দেওয়াল এবং প্রমো দলায় ইত্যাদি।

এই দর্শনীয় স্থানগুলো পর্যটকরা উপভোগ করার জন্য আসে। এই পানাম নগরের ইতিহাস (history)জানার জন্য ও এই পানাম নগরের সংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলো উপভোগ করার জন্য দেশ-বিদেশ থেকে পর্যটকরা ভ্রমণের জন্য এই পানাম নগরীতে আসে। এবং এখানকার ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করে।

এবং পানাম নগরের আশেপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে উপভোগ করে। ইতিহাস সম্পর্কে জানেন। এই নগরটি ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ পূর্বে সোনারগাঁওয়ে অবস্থিত। ছুটির সময় পর্যটকরা এই  নগরের সাংস্কৃতিক ও ঐতিহাসিক (Historical) দর্শনীয় স্থান ভ্রমণের জন্য ছুটে আসে। এখানকার ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য (To witness the history here)।

পানাম নগর ইতিহাস

পানাম নগর ইতিহাস

পানাম নগর (Panam Nagar) ছিলো বাংলার মূল ব্যবসায়িক কেন্দ্র। বাংলার তাঁতি ব্যবসায়ীদের মূল ব্যবসায়র কেন্দ্রী স্থান ছিল এই নগরী। এবং প্রায় ৪০০ বছর আগে এই পানাম নগরের স্থাপনার কাজ শুরু করা হয়েছিল। প্রদত্ত ব্যবসায়ী এবং জমিদাররা বসবাস করত এই পানাম নগরীতে।

এবং ঈসা খাঁ প্রথম রাজধানী (capital) স্থাপন করেছিলেন বাংলার সোনার গাঁওয়ে। সোনারগাঁওয়ে ১৬১১ খ্রিস্টাব্দে মোগলদের অধিকার হওয়ার পরে। সড়ক এবং সেতু নির্মাণ করার ফলে পানাম এলাকার সাথে সরাসরি রাজধানী শহরের যোগাযোগ স্থাপন হয়। এবং ঈসা খাঁর সময় বাংলার সোনারগাঁওয়ে রাজধানী হয়। 

পানাম নগর কেন বিখ্যাত

পানাম নগর কেন বিখ্যাত

পানাম নগরী (Panama Nagar) পৃথিবীর ইতিহাসের ১০০ টি ধ্বংসপ্রায় ঐতিহাসিক প্রাচীন (Historical ancient) শহরের অন্যতম একটি। এবং এই পানাম নগরটিকে ২০০৬ সালে ওয়ার্ল্ড মনুমেন্ট ফান্ড বিশ্বের ঐতিহাসিক ধ্বংসপ্রায় ১০০ টি স্থাপনার তালিকায় প্রকাশ করে। এবং এই পানাম নগরী কয়েক শতাব্দী পুরনো এখানে রয়েছে একতলা দোতলা লাল ইটের ভবন,

যা ইতিহাসের বার ভূইয়াদের সাথে সম্পর্কিত আছে । এবং এই পানাম নগরী সোনারগাঁর ২০ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে। এই পানাম নগরী তার অপরুপ ইতিহাসের জন্য খুব বিখ্যা। পর্যটকরা এই পানাম নগরের ইতিহাস জানার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে। এই পানাম নগরী তার ইতিহাস ও সংস্কৃতির জন্য খুব বিখ্যাত।  

পানাম নগর কোথায় অবস্থিত

পানাম নগরী একটি ঐতিহাসিক প্রাচীন হারানো শহর (Panama City is a historical ancient lost city)। এই ঐতিহ্যবাহী  প্রাচীন শহরটি ঢাকার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওতে অবস্থিত। যা সোনারগাঁয়ে ২০ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে উঠেছে এই ঐতিহাসিক প্রাচীন নগরী।

এই ঐতিহাসিক প্রাচীন (Historical ancient) পানাম নগরটি ঢাকা থেকে মাত্র ২৭ কিলোমিটার দূরে  দক্ষিণ-পূর্বে অবস্থিত। ঢাকা (Dhaka) থেকে বহু পর্যটক এই পানাম নগরের ইতিহাসের টানে ছুটে আসে পানাম নগরীর ইতিহাস (history) জানতে। এবং দেশ-বিদেশ থেকেও এই সোনালী ইতিহাস (history) জানার জন্য পর্যটকরা ভিড় করে।

পর্যটকরা এখানকার ইতিহাস খুব আনন্দ শহীদ জেনে থাকে। পানাম নগরীর রাস্তার দুই পাশে ঐতিহাসিক প্রাচীন (Historical ancient) সারি সারি ভবন রয়েছে। যা পর্যটকরা আনন্দ শহীদ উপভোগ করেন।

পানাম নগর কি জন্য প্রসিদ্ধ

 ঢাকার সোনারগাওতে অবস্থি একটি প্রাচীন ঐতিহাসিক নগরী। বড় নগর,খাস নগর এবং পানাম নগর (Panam Nagar) এই তিন নগরের মধ্যে পানাম নগর ছিল প্রাচীন সোনারগাঁর সবচেয়ে আকর্ষণীয় শহর।

পানাম নগর কবে বন্ধ থাকে

পর্যটকরা এই ঐতিহাসিক প্রাচীন শহরটি ভ্রমণ করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসে প্রতিনিয়ত। বহু পর্যটক পানাম নগর ভ্রমণে আসে এখানকার ইতিহাস সম্পর্কে জানার জন্য ও উপভোগ করার জন্য। এবং পানাম নগর খোলা থাকে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত। এবং সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে।

আর সোমবার দিন খোলা থাকে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শীতকালীন সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে। এবং সোমবার দিন খোলা থাকে দুপুর ১ঃ৩০ থেকে বিকাল ৫টা পর্যন্ত। আর রবিবার দিন সাপ্তাহিক বন্ধ থাকে।

পানাম নগর যাওয়ার উপায়

পানাম নগর (Panam Nagar) যেতে আপনার খরচ হতে পারে বাসে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। ঢাকার গুলিস্তান থেকে মোগরা পাড়া যেতে হবে যার এসি বাসে টিকিটের মূল্য ৭০ থেকে ৮০ টাকা নিতে পারে। এবং নন এসিতে ৫০ থেকে ৬০ টাকা নিতে পারে। এবং মোগার পাড়া চৌরাস্তায় নেমে সিএনজিতে উঠে যেতে হবে।

এবং সিএনজিতে জনপ্রতি ভাড়া নিবে ১৫ থেখে ২০ টাকা এভাবে আপনারা খুব সহজেই যেতে পারে ঢাকা থেকে। এবং পানাম নগর (Panam Nagar) প্রবেশ করার জন্য আপনার টিকিটের মূল্য দিতে হবে ১৫ টাকা।

আর পানাম নগরের জাদুঘরে প্রবেশ করার জন্য টিকিটের মূল্য দিতে হবে ৩০ টাকা। এভাবে আপনারা খুব সহজেই পানাম নগর ঘুরে আসতে পারেন। এবং পানাম নগরের সৌন্দর্য্যৈর ও ইতিহাসের সাক্ষী হতে পারেন।

আরো পড়ুন : রাঙ্গামাটি ভ্রমণ (Rangamati Tour) -যাতায়াত, হোটেল খরচ এবং ভ্রমণের বিস্তারিত।

abuhanifa

Recent Posts

সুনামগঞ্জ (Sunamganj) ভ্রমণ গাইড,যাতায়াত,হোটেল খরচ এবং ভ্রমণের বিস্তারিত।

সুনামগঞ্জ (Sunamganj) বাংলাদেশে অন্যতম একটি পর্যটক  কেন্দ্র। এখানকার অপরূপ সৌন্দর্য পর্যটকদের বিশেষ আকর্ষণ করে থাকেন।…

55 years ago

সীতাকুণ্ড ভ্রমণ গাইড -যাতায়াত, হোটেল খরচ এবং ভ্রমণের বিস্তারিত।

সীতাকুণ্ড (Sitakunda) অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি ভ্রমণ প্রেমী মানুষদের কাছে এটি একটি জনপ্রিয় ভ্রমণ…

55 years ago

মহাস্থানগড় (Mahasthangarh) ভ্রমণগাইড,যাতায়াত, হোটেল খরচ এবং ভ্রমণের বিস্তারিত।

মহাস্থানগড় (Mahasthangarh) বাংলাদেশের অন্যতম একটি  ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থান, এবং প্রাচীন পুরাকীর্তি। এই মহাস্থানগড় বাংলাদেশের বগুড়া…

55 years ago

শালবন বিহার – Shalbon Bihar – ভ্রমণ গাইড এবং ভ্রমণের সকল বিস্তারিত।

শালবন বিহার (Shalbon Bihar) বাংলাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এই  শালবন বিহার প্রাচীন বৌদ্ধ …

55 years ago

শ্রীমঙ্গল ভ্রমণ (Srimangal Resorts) যাতায়াত, হোটেল খরচ এবং ভ্রমণের বিস্তারিত।

শ্রীমঙ্গল উপজেলা (Sreemangal Upazila) বাংলাদেশের অন্যতম একটি সৌন্দর্যময় স্থান এটি সিলেটে বিভাগের অন্যতম সৌন্দর্য দর্শনীয়…

55 years ago

সিলেট ভ্রমণ (Sylhet Travel) যাতায়াত, হোটেল খরচ এবং ভ্রমণের বিস্তারিত।

সিলেট (Sylhet) বাংলাদেশের অন্যতম একটি পর্যটক কেন্দ্র । এই সিলেট অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য  পরিপূর্ণ। এই…

55 years ago