টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) বাংলাদেশের অন্যতম একটি পর্যটক কেন্দ্র। এবং এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
এই টাঙ্গুয়ার হাওর প্রায় ১০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এবং এই টাঙ্গুয়ার হাওরটি স্থানীয় ভাষায় নয়কুড়িয়া কান্দার ছয়কুড়ি বিল নামে ও খুব পরিচিত। এই টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে খুব পরিচিত।
এবং প্রথমটি হলো সুন্দরবন। এই টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। এই হাওরটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটক স্থান (This haor is one of the tourist places in Bangladesh)। এবং প্রতি বছর বর্ষাকালে হাজার হাজার পর্যটক এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণের (Tanguar Haor Tour) জন্য আসে।
টাঙ্গুয়ার হাওরকে (Tanguar Haor) অপরূপ সৌন্দর্যময় করে ফুটিয়ে তুলেছে। এখানকার মেঘালয় রাজ্যেরে পাহাড় সাড়ি যা অপরূপ সৌন্দর্য ময় স্থান। এই অপরূপ সুন্দর্য স্থন উপভোগ করার জন্য পর্যটকরা দূর দূরান্ত থেকে ছুটে আসে।
এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণ (Tanguar Haor Tour) করার উপযুক্ত সময় হলো বর্ষাকাল। এই সময় হাওর আরো অপরুপ সুন্দর্য্যময় হয়ে ফুঠে উঠে। এবং এই টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) জীববৈচিত্রের দিক থেকে ও অতুলনীয়। এবং এই টাঙ্গুয়ার হাওরে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি।
এই টাঙ্গুয়ার হাওরে (Tanguar Haor) স্থানীয় জাতের পাখি ছাড়াও শীতকালের সুদূর সাইবেরিয়া থেকে আগা তো পারিযায়ী পাখির আবাসের দেখা মিলে এই হাওরে। এবং ২০১৯ সালের পাখি শুমারি অনুযায়ী হাওর এবং হাওরের আশেপাশের এলাকায় ২০৪ প্রজাতির পাখি দেখা গেছে।
এবং ২০০ প্রজাতির মাছ ও বিভিন্ন প্রজাতির উদ্ভিদ এবং এছাড়াও রয়েছে নানাভিত সরিষিত এবং উপাসার প্রাণীর আভাস যার দেখা মিলে এই হাওরে। এই অপরূপ সৌন্দর্য ময় টাঙ্গুয়ার হাওরটি (Tanguar Haor) বাংলাদেশের সুনামগঞ্জ জেলার মধ্যনগর এবং তাহারিপুর জেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত।
এবং জানা যায় যে মেঘালয় পাহাড় (Meghalaya Hills) থেকে ত্রিশটির ও বেশি ঝরনা এসে মিশেছে এই টাঙ্গুয়ার হাওরের (Tanguar Haor) সাথে । এবং আরো জানা যায় য়ে ২ উপজেলার ১৮টি মৌজায় এবং একান্নটি হাওরের সমন্বয়ে টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) জেলায় সবচেয়ে বড় জলাভূমি অবস্থিত।
এবং এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণে (Tanguar Haor Tour) আসলে উপভোগ করতে পারবেন। এই হাওরের ছোট ছোট সোয়াং ফরেষ্ট (Swan Forest) এবং শহীদ সিরাজ লেখ, বাইটটিলা, জাদুঘর নদী, লাউয়ের ঘর, এবং শিমুল বাগান, এই অপরূপ দর্শনীয় স্থান গুলো উপভোগ করতে পরেবেন।
এবং এই অপরুপ দৃশ্য উপভোগ করার জন্য হাজার হাজার পর্যটক ভ্রমণ করার জন্য এই হাওরে ছুটে আসো। এক কথায় বলা যায় যে এই হাওরের (Haor) অপরুপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য।
টাঙ্গুয়ার হাওর ভ্রমণ খরচ
টাঙ্গুয়ার হাওর ভ্রমণ খরচ হতে পারে আপনার ৭ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম একটি সবচেয়ে বড় জলাভূমি। যা অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ (Which is full of amazing beauty.)। এবং এই হাওরটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটক কেন্দ্র।
এবং এই স্থানটি পর্যটকদের মাঝে খুব জনপ্রিয়। তাই এই হাওরে ভ্রমণ করার জন্য হাজার হাজার মানুষ পাড়ি জমায় এই হাওরে। এখানকার অপরূপ সৌন্দর্যময় স্থানের দৃশ্য উপভোগ করার জন্য।
এই হাওরে ভ্রমণ করার জন্য আপনার খরচ হতে পারে ৭ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত। এবং টাঙ্গুয়ার হাওরের হোটেল খরচ, যাতায়াত খরচ,বিভিন্না স্থান ভ্রমণ এবং নৌকা ভ্রমণ ইত্যাদি সব কিছু মিলিয়ে আপনার টাঙ্গুয়ার হাওর ভ্রমণ খরচ (Travel expenses to Tanguare Hao) হতে পারে র্সবোনিন্ম ৭ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত।
টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত
টাঙ্গুয়ার হাওর অবস্থিত (Tanguare Haor is located), বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলার মধ্যনগর এবং তাহারিপুর জেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত।। এবং এই টাঙ্গুয়ার হাওরটি প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
এবং এই হাওয়টি বাংলাদেশের বৃহত্তমও দ্বিতীয় মিঠা পানির জলাভূমি। এই হাওরকে স্থানীয় ভাষায় নয়কুড়িয়া কান্দার ছয়কুড়ি বিল নামে ও খুব পরিচিত। এবং এই হাওয়টি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসাবে খুব পরিচিত আরো প্রথম টি হলো সুন্দরবন।
এই টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম একটি পর্যটক স্থান (This Tanguare Haor is one of the tourist places in Bangladesh)। এবং এই টাঙ্গুয়ার হাওর প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। যার জন্য হাজার হাজার পর্যটক প্রতি বছর এই টাঙ্গুয়ার হাওর ভ্রমণ (Tanguar Haor Tour) করার জন্য ছুটে আসে।
সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর
বাংলাদেশের অন্যতম একটি পর্যটক স্থান সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওর। এই টাঙ্গুয়ার হাওরের মোট আয়তন ৬৯১২ একর। এবং এই হাওরটি প্রায় ১০০ বর্গ কিলোমিটার বিস্তৃত এবং বাংলাদেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি।
এবং বর্ষাকালে এই টাঙ্গুয়ার হাওরের আয়তন বেড়ে দাঁড়ায় প্রায় ২০,০০০ একর পর্যন্ত। এবং এই হাওরটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ। এই হাওরের রয়েছে মেঘালয় পাহাড় ও বিভিন্ন দর্শনীয় স্থান।
যা এই হাওরকে আরো অপরূপ সৌন্দর্যময় করে ফুটিয়ে তুলেছে। এই হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ভ্রমণের জন্য এই হাওরে এসে থাকে।
টাঙ্গুয়ার হাওর নৌকা ভাড়া
টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) অপরূপ প্রাকৃতিক একটি সৌন্দর্যময় স্থান। প্রতি বছর বর্ষা মৌসুমে এই হাওরে দেখা যায় হাজার হাজার পর্যটক ভ্রমণে আসে। এবং এই প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যময় এই স্থানটি ভ্রমণ করার জন্য ছুটে আসে।
এই অপরূপ সুন্দর্য্যময় স্থানটি ভ্রমণ করার জন্য নৌকা ব্যবহারিত হয়ে থাকে। প্রকৃতিপ্রেমী মানুষরা এই অপরূপ সৌন্দর্য্যময় দৃশ্য উপভোগ করার জন্য দূর দুরান্ত থেকে ছুটে আসে। এই হাওর ঘুরে দেখার জন্য নৌকা ব্যবহৃত হয়ে থাকে।
নৌকা ভাড়া কত হতে পারে। এবং কিভাবে ভাড়া করবেন তা আপনাদের আমরা জানাবার চেষ্টা করব। টাঙ্গুয়ার হাওর আসলে দেখতে পাবেন যে হাওরে পারে অনেক নৌকা বাধা আসে, সেখান থেকে নৌকা ভাড়া করতে পারবেন।
নৌকা ভাড়া ১ রাত ২দিন ৩৮ থেকে ৪৫,০০০ হাজার টাকা ১০ জনের জন্য। যদি ১০ জনের কমও হয় তাহলেও ৩৮ থেকে ৪৫,০০০ হাজার টাকাই দিতে হবে।
এবং ১ রাত ১ দিন এর জন্য নৌকা ভাড়া ৩০,০০০ থেকে ৩২,০০০ হাজার টাকা ১০ জনের জন্য।এবং যদি ১০ জনের কমও হয় তাহলেও ,৩০থেকে ৩২,০০০ হাজার টাকা দিতে হবে।
টাঙ্গুয়ার হাওর হাউসবোট
এই বোটের ভিতরে আপনারা সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। খাবার থেকে শুরু করে সকল প্রকার প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রয়েছে এই বোটের ভিতরে। আনন্দ সহিত ভ্রমণ করতে পারবেন আপনারা।
এবং আপনার সময়টাকে খুব রঙিন করে তুলতে পারবেন এই বোটের মধ্যমে হাওর ভ্রমণ করে। প্রত্যেকটা পর্যটকদেরই এই বোট ভ্রমণ অনেক আনন্দময় হয়ে থাকে এবং হাওর ভ্রমণ করার জন্য একমাত্র উপায় হলো বোট বা নৌকা। এবং এই হাওরের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই বোটের মাধ্যমে ভ্রমণ করে।
টাঙ্গুয়ার হাওর যাওয়ার উপায়
টাঙ্গুয়ার হাওর (Tanguar Haor) একটি অপরূপ সৌন্দর্য ময় পর্যটক স্থান। বর্ষা মৌসুমে হাজার হাজার পর্যটক এই অপরূপ সৌন্দর্যেময় দৃশ্য উপভোগ করার জন্য দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসে। আপনারা খুব সহজেই ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরের চলে আসতে পারবেন বাসের মাধ্যমে।
ঢাকা থেকে সুনামগঞ্জ বাসের টিকিটের মূল্য নিতে পারে ৫৫০ টাকা
এবং সুনামগঞ্জ নেমে আপনারা সোজা সুরমা ব্রিজের উপর চলে যাবেন। এবং সেখান থেকে আপনারা টাঙ্গুয়ার হাওরের (Tanguar Haor) জন্য সিএনজি লেগুনা এবং বাইক পেয়ে যাবেন। যার মাধ্যমে আপনারা খুব সহজেই টাঙ্গুয়ার হাওরে চলে যেতে পারবেন।
আরো পড়ুন: জাফলং ভ্রমণ (Travel to Jaflong)-যাতায়াত,হোটেল,খরচ,তথ্য,বিস্তারিত।
Leave a Reply